করোনায় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতারের মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার। শনিবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খালেদ আখতার করোনা আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন খালেদ। দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও। সর্বশেষ হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোকবার্তায় তিনি প্রয়াত খালেদ আখতারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত খালেদ আখতার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একনিষ্ঠ অনুসারী। জাতীয় পার্টির রাজনীতিতে খালেদ অনেক অবদান রেখেছেন।
এইউএ/এসআর/এমএস