ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনায় মৃতদের জন্য ওলামা লীগের দোয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৭ জুলাই ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় নেতৃবৃন্দসহ মৃত্যুবরণকারীদের জন্য দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। মঙ্গলবার ( ৭ জুলাই) রাজধানীর তোপখানা রোডে এ মাহফিলের আয়োজন করেন সংগঠনের নেতারা।

করোনায় আক্রান্তদের সুস্থতার জন্যও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতের আগে ওলামা লীগের নেতারা বলেন, মানুষের কল্যাণে কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। আর যারা অসুস্থ হয়েছেন তাদের শেফায়ে দান করুন।

মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, যুগ্ম আহ্বায়ক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আলতাফ হোসেন চৌধুরী, হাফেজ কাজী ফয়েজুর রহমান, মুফতী আব্দুল আলিম বিজয়নগরী, মাওলানা কাজী মুখলেছুর রহমান, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ তোফায়েল, হাফেজ সফিকুল ইসলাম ও মৌলভী রিপনসহ অনেক।

এফএইচএস/জেডএ/এমএস