ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করতে চায় সরকার

প্রকাশিত: ১০:২১ এএম, ২৬ অক্টোবর ২০১৫

সরকার পুলিশ দিয়ে বিএনপিকে  ঘায়েল করতে চায়  বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে।

নজরুল ইসলাম খান বলেন, সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে।

এসকেডি/এমএস