ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৫ জুন ২০২০

করোনাভাইরাসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে শেখ হাসিনা মরহুম আজিজুর রহমান বাচ্চুর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজিজুর রহমান বাচ্চু গতরাত ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ----- রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এফএইচএস/জেডএ/জেআইএম