নাসিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। রোগমুক্তির জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয়ের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম আজ ভোরে ব্রেন স্ট্রোক করেন। পরে হাসপাতালের চিকিৎসকরা তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।
এইউএ/এনএফ/এমকেএইচ