ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মোহাম্মদ নাসিম হাসপাতালে, করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০১ জুন ২০২০

শারীরিক ‘দুর্বলতা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ জুন) রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নাসিম ভর্তি হন বলে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জাগোনিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, আব্বা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেয়া হয়েছে। তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

তানভীর শাকিল আরও বলেন, চারদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আব্বার করোনা পরীক্ষা করা হয়েছিল। সে সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল। এখন উনি শারীরিকভাবে দুর্বল অনুভব করায় হাসপাতালে নিয়ে এসেছি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এমএএস/এইউএ/এমকেএইচ