জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীতে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। এতে অংশ নেন তাবিথ আওয়াল, যিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রাহমান মুছাব্বিরের উদ্যোগে, ২৬ নং নম্বর ওয়ার্ডের অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাবিথ আওয়াল।
এ ছাড়া অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, স্বেচ্ছাসেবক দল তেজগাঁও থানার সহ-সভাপতি রায়হান জমাদার রাসেল ও আব্দুল মজিদ মিলনসহ আরও অনেকে অংশ নেন।
৩০ মে, জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
কেএইচ/জেডএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশি ৭৯ জেলেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ
- ২ ইসলামের আলোকে কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে
- ৩ ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য: প্রিন্স
- ৪ খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা, লজ্জা হয় না: ভারতকে ফারুক
- ৫ রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই করতে হবে: সেলিম উদ্দিন