বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কাল মানববন্ধন
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, যখন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে সরকার জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এর সঙ্গে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত করোনাকালে জনগণের উপর মড়ার উপর খাঁড়ার ঘা।
সরকারের এ সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক। ভাড়া বৃদ্ধির এ অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে এবং সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এফএইচএস/এএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দেশে গণতন্ত্র নিরুদ্দেশ ছিল: তারেক রহমান
- ২ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- ৩ নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত
- ৪ দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করার আহ্বান ফখরুলের
- ৫ চাঁদাবাজি বন্ধ-নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম: রিজভী