‘ছাত্র ইউনিট’ গঠন করবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ
দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সৃষ্টিশীল, মেধাবী, অসাম্প্রদায়িক, মুক্তমনা, বঙ্গবন্ধুপ্রেমী শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র ইউনিট গঠন করতে যাচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- এই কার্যক্রমের আওতায় দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য ছাত্র ইউনিট সমূহ পাঠচক্র, রক্তদান, বৃক্ষরোপন, কবিতা ও রচনা উৎসব, দেয়াল পত্রিকা প্রকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন, সৃজনশীল আলোচনা, অসহায় শিক্ষার্থী ও মানুষকে সাহায্য করবে।
এছাড়া নিজেদের প্রাতিষ্ঠানিক বা সামাজিক সমস্যার সমাধানসহ নানামুখী সৃজনশীল, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের তৈরি করবে সংঘবদ্ধ শুভশক্তি হিসেবে।
ইতিমধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. বাহাউদ্দিন গোলাপকে ওই ইউনিটের সমন্বয়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে সকলের সামনে তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের লক্ষ্যকে সামনে রেখে ২০০২ সালে জাতির জনকের স্নেহধন্য জামাতা প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম. ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু ও শিক্ষা গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করেন ।
প্রতিষ্ঠালগ্ন থেকে ড. এম. এ ওয়াজেদ মিয়া সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তাঁর অকাল মৃত্যুর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
এইচএস/এসএইচএস/আরআইপি