করোনায় ছিন্নমূল মানুষের পাশে ছাত্রনেতা জুম্মন
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষগুলো। এসব ছিন্নমূল, দিনমজুরদের দুমুঠো খাদ্য জোগান দিচ্ছে অনেকেই। তাদেরই একজন আল-আমিন হোসেন জুম্মন।
জুম্মন পিরোজপুরের ছেলে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যায়নরত। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তিনি।
মার্চের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার, চাল-ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে বিতরণের কার্যক্রম হাতে নেন জুম্মন। কখনো কখনো মধ্যরাতে বাসায় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে বেরিয়ে যান অসহায় মানুষের খোঁজে।
জুম্মন বলেন, দেশের এই পরিস্থিতিতে ভাসমান মানুষদের পাশে দাঁড়ানো আমি দায়িত্ব হিসেবে মনে করেছি। এই মানবিক কাজে অর্থ দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। বিশেষ করে বড় ভাই, স্কুল-কলেজের বন্ধুরা।
তিনি বলেন, করোনা মোকাবিলায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সবাইকে সরকারের দিকনির্দেশনা মেনে চলতে হবে এবং সচেতন হতে হবে।
জুম্মন আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের বিত্তশালীদের এ কাজে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
এইউএ/এমএসএইচ/এমকেএইচ