সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই : মুফতী ফয়জুল্লাহ
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, বিশ্বের কোথাও সন্ত্রাসী ঘটনা ঘটলেই তার সঙ্গে ইসলামের যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়। অথচ ইসলাম সন্ত্রাস নির্মূল করে, সন্ত্রাসের সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। শনিবার বাদ যোহর লাবগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম প্রতিনিধিদের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।
তিনি বলেন, বিশ্বের কোন মতাদর্শের কাছে কোরআনের মতো আল্লাহ-প্রদত্ত কোন নির্ভূল রোডম্যাপ নেই। মানব ইতিহাসে সত্যিকার সভ্যতা নির্মাণ ও সমাজ বিপ্লব সম্ভব হয়েছিল একমাত্র মুসলমানদের দ্বারাই।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামের উপর। আজ দেশে বিদেশে ইসলাম নানা অপপ্রচারের শিকার। ইসলাম বিরোধী শয়তানি শক্তি ইসলামকে সন্ত্রাসের সমার্থক বানানোর চেষ্টা করছে। তারা চায় মুসলমানরা বিধর্মী সমাজে লীন হয়ে `বিধর্মী মুসলমান` হয়ে যাক।
এএম/এএইচ/পিআর