ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ত্রাণ বিতরণ আর শরীর চর্চায় কাটছে বিএনপি নেতার করোনাকাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০২ মে ২০২০

করোনাভাইরাসে অধিকাংশ মানুষ রয়েছেন ঘরবন্দি। এ পরিস্থিতির মধ্যে ত্রাণ বিতরণ আর নিয়মিত শরীর চর্চার মাধ্যমে সময় পার করছেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবলার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের।

সোহরাব উদ্দিন নিজের শরীর চর্চার একটা ভিডিও তার ফেসবুক ওয়ালে আপলোড করেছেন। ভিডিওর সাথে তিনি ফেসুবকে লিখেছেন, “করোনাভাইরাস স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা কতো স্বার্থপর। জড়বাদে বিশ্বাসী, ভোগবাদী আর বিলাসের সমাজই আমরা তৈরি করেছি। সংকটময় মুহূর্তে বোঝা যায়- জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে, খাদ্য, পানি, ওষুধ ও সুস্বাস্থ্য। দামি বাড়ি, দামি গাড়ি, কোটি কোটি টাকা ও মানুষ হত্যার জন্য মারণাস্ত্র সবকিছুই আজ অর্থহীন।”

তিনি আরও লিখেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে ঘরে থাকার কথা বলছেন এবং রোগপ্রতিরোধের জন্য পুষ্টিকর ও ভিটামিন সি জাতীয় খাবার খেতে বলছেন। সেইসাথে সকলকে ঘরে থেকে শরীরচর্চা করার ওপর জোর দিয়েছে।

অনেক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী অধ্যাপক সোহরাব উদ্দিনের এ ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে সোহরাব উদ্দিন জাগো নিউজকে বলেন, “করোনাভাইসের প্রাদুর্ভাব দেশে শুরু হওয়ার সাথে সাথেই কুষ্টিয়াতে এসেছি। আমি এই মুহূর্তে কুষ্টিয়াতে আমার বাড়িতে অবস্থান করছি। প্রতিনিয়ত আমার এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি। ডেঙ্গু মশা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করছি এবং বাড়িতে ফিরে নিয়মিত শরীর চর্চা করছি। এর একটি ভিডিও ফেসবুকে আপলোড করা হয়েছে। লকডাউনে এভাবে আমার সময় কাটছে।”

তিনি বলেন, “আগামীতে আরও ত্রাণ বিতরণ করব এবং কৃষকের ধান কেটে আমরা সাহায্য করব। অনেক জায়গায় দেখছি সরকারের মন্ত্রী বা নেতারা কৃষকের কাঁচা ধান কাটছে, কোথাও ধান নষ্ট করছে, আবার কোথাও সামাজিক দূরত্বের বিধি মানছেন না। কিন্তু আমি কৃষকের সন্তান, গ্রামের সন্তান, আমি সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে মানুষের সাথে আছি।”

কেএইচ/জেডএ/জেআইএম