ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী দিলো তিতুমীর কলেজ ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০১ পিএম, ০১ মে ২০২০

শতাধিক অসহায় পরিবারে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতারা। এসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (১ মে) বাড্ডার শাহজাদপুর এলাকায় তারা এ খাদ্যসামগ্রী বিতরণ ক‌রেন। তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুমের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব আলম মাহাবুব, সহসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল। এ ছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, দফতর সম্পাদক সোহাগ মোল্লা, পরিকল্পনা সম্পাদক রিমু হোসেন, ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির, হল শাখা ছাত্রদল নেতা মিরাজ হোসেন প্রমুখ।

কেএইচ/জেডএ/জেআইএম