ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাংবাদিকদের মাস্ক-স্যানিটাইজার দিলেন জাপা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১০ পিএম, ০১ মে ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় সাংবাদিকদের মাঝে দ্বিতীয় দফায় হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১ মে) সকাল থেকে দ্বিতীয় দফায় বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব এবং চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিভিন্ন গণমাধ্যমে গিয়ে পার্টির চেয়ারম্যানের এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।

এশিয়ান টিভি, মাইটিভি, সময় টিভি, বাংলা ভিশন, একুশে টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, এনটিভি, আর টিভি, দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টারে উপহার বক্স পৌঁছে দেয়া হয়।

এইউএ/এফআর/জেআইএম