ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে ফিরেছেন এরশাদ

প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৭ অক্টোবর ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ চার দিনের সফর শেষে সিঙ্গাপুর থেকে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। এই সফরে তার সফরসঙ্গী ছিলেন তার একান্ত সচিব মেজর খালেদ আখতার (অব.)।

পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভরায়, ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরশাদ ১২ অক্টোবর ব্যাক্তিগত সফরে সিঙ্গাপুর যান।

এসকেডি/পিআর