ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কর্মহীন নেতাকর্মীদের মাঝে মৎস্যজীবী লীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২০

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও দলের নেতাকর্মীসহ পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা আবাসিক গেট, মোহাম্মদপুর, আদাবর ও মিরপুর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, মিষ্টি কুমড়া, লাউ।

এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, করোনার প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিন মজুররা। পাশাপাশি এক শ্রেণির মানুষ আছে তারা না পারছে কারও কাছে হাত পাততে না পারছে কাজ করতে। এসব মানুষের পাশে দাঁড়ায়িছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।

মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সংগঠনের পক্ষ থেকে এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে আশা করছি।

এইউএ/এএইচ/পিআর