ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অনিবন্ধিত দলগুলোকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগের দাবি

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৬ অক্টোবর ২০১৫

অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে  সর্বদলীয় মঞ্চ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

একই সঙ্গে ঐতিহাসিক ছিটমহল সফর ও স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় এই মানববন্ধন থেকে।

বক্তারা বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করলে তা হবে এক বড় অর্জন।

বক্তারা আরও বলেন, ব্রিটেন, ভারতসহ দুনিয়ার বেশিরভাগ গণতান্ত্রিক দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে আনুষ্ঠানের বিধান আছে।

আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পার্টির সভাপতি মো: হোসেন মোল্লা, জাগো বাঙ্গালীর চেয়ারম্যান মেজর (অব) ডা. শেখ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নওশের আলী, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, জাসদ নেতা হুমায়ুন কবীর প্রমুখ।

এএস/এআরএস/পিআর