সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের আহ্বান জেএসডির
করোনার ভয়াবহতা থেকে হতদরিদ্রদের বাঁচাতে রাজনৈতিক দল, পেশাজীবী, সমাজশক্তি ও প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর কর্তৃত্বে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।
রোববার দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, করোনার এই চরম দুর্দিনেও হতদরিদ্রদের ত্রাণ বিতরণে চুরি, আত্মসাৎ ও অনিয়মের যে নির্মম চিত্র প্রকাশিত হয়েছে, তা অপরাজনীতির দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। এরপরও যদি প্রচলিত ধারায় ত্রাণ বিতরণ করা হয় তবে তা হবে নিরন্ন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার নামান্তর।
নেতারা আরও বলেন, করোনার এই দীর্ঘ সংকটে হতদরিদ্র মানুষকে বাঁচাতে প্রশাসন, সকল রাজনৈতিক দল, শ্রমজীবী, পেশাজীবী সমাজশক্তির সমন্বয়ে সেনাবাহিনীর কর্তৃত্বে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করতে হবে। এ ধরনের ত্রাণব্যবস্থা গড়ে তুলে প্রতিটি অসহায় মানুষকে ক্ষুধার তীব্র সংকট থেকে মুক্তি দিতে হবে নতুবা কয়েক কোটি মানুষ খাদ্য সংকটে নিপতিত হবে।
এইউএ/বিএ/এমএস