ঢামেক ও রেলওয়ে হাসপাতালকে মাস্ক দিল ওয়ার্কার্স পার্টি
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাংলাদেশ রেলওয়ে হাসপাতালকে সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর নেতা মামুন মোল্লা ও ফাহাদ বিন সজিব।
এছাড়াও বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. সৈয়দ ফিরোজ আলমগীরের কাছে সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, ভ্রাতৃপ্রতীম চীনা কমিউনিস্ট পার্টির দেয়া এই উপহার আমরা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করেছি। সারাদেশে আমাদের সামর্থ্য অনুযায়ী দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার সহায়তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) পাঁচ হাজার করে মোট ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টি জানায়, চীনের কমিউনিস্ট পাার্টির আন্তর্জাতিক বিভাগ থেকে পাঠানো এসব মাস্ক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির পলিটব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক বিভাগের সদস্য সচিব এনামুল হক এমরান গ্রহণ করেন।
এফএইচএস/বিএ/এমকেএইচ