তারেক রহমানের নামে চাঁদা দাবি, প্রতারকদের কাজ বলছেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোক পরিচয় দিয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করছে বলে জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান প্রবাসী বাংলাদেশিসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র নিজেদেরকে মির্জা আব্বাসের লোক পরিচয় দিয়ে (০১৫৩২৩৭৮২৮১) মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তারেক রহমানের নামে চাঁদা দাবি করছে, যা সম্পূর্ণরূপে দুস্কৃতিকারীদের অপকর্ম।
রিজভী বলেন, আমি এ বিষয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
কেএইচ/এমএফ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দেশে গণতন্ত্র নিরুদ্দেশ ছিল: তারেক রহমান
- ২ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- ৩ নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত
- ৪ দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করার আহ্বান ফখরুলের
- ৫ চাঁদাবাজি বন্ধ-নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ কম: রিজভী