ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এসএমএস ও ফোনে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

ফোন ও এসএমএস-এর ভিত্তিতে দিনমজুর ও অসচ্ছল মধ্যবিত্ত ২০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

বুধবার (২২ এপ্রিল) ফোন ও এসএমএস-এর তালিকা অনুযায়ী সূত্রাপুর, শ্যামপুর, যাত্রাবাড়ি, খিলগাঁও, রমনা, শাহাবাগ, বংশাল, কোতোয়ালী, ওয়ারী থানা এলাকায় চারটি টিমের মাধ্যমে রিকশা ও ভ্যানে করে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে -চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, আটা দুই কেজি,আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, ছোলা দুই কেজি, চিনি এক কেজি, লবণ এক কেজি, সবজি করলা এক কেজি, লেবু চারটা, লাউ একটা এবং ডেটল সাবান দুইটা।

এ প্রসঙ্গে গাজী সরোয়ার হোসেন বাবু জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আত্মমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ।

এফএইচএস/এএইচ/এমএস