২৭ চিকিৎসকের টিম নিয়ে জনগণের সেবায় জাতীয় পার্টি
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনগণের চিকিৎসা সেবার জন্য একটি চিকিৎসক দল গঠন করেছে জাতিয় পার্টি। দলটির পক্ষ থেকে গঠিত এ দলে রয়েছেন ২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
শুক্রবার (১৭ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকগণ প্রদত্ত সময়সূচি অনুযায়ী টেলিফোনে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন বলে জানানো হয় দলটির পক্ষ থেকে।
চিকিৎসকরা হলেন-
>> টিম কো- অর্ডিনেটর ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ, ব্যথা ও আইসিইউ মেডিসিন বিশেষজ্ঞ মোবাইল- ০১৭১১-৫৮৮২১৪, সময় সকাল ১০-১১টা।
>> ডা. কর্নেল (অব.) শহিদুল্লাহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭২১-৭৫৮০৬৪, সময় সকাল ১১-১২টা।
>> অধ্যাপক ডা. মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোবাইল- ০১৭১৯-৮৪৪৮৪৩, সময় বিকাল ৫-৫.৩০।
>> ডা. মুসফিকা মহসিন, গাইনি বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭১১-২৩০৬৪৮, সময় রাত ৭.৩০- ৮টা
>> ডা. আবুল কালাম আজাদ, সার্জারি বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭১২-০৯২০৬৭, সময় রাত ৭-৭.৩০।
>> ডা. রাজী মাহমুদ তালুকদার, মেডিসিন বিশেষজ্ঞ, মোবাইল- ০১৮৩৯-৭৯৬৬৩১, সময় রাত ৭-৭.৩০।
>> ডা. মাহমুদা এহসান, গাইনি বিশেষজ্ঞ, মোবাইল- ০১৬১৬-৬১৯৭০০, সময় সকাল ১০-১১টা।
>> ডা. আতিকুল ইসলাম, নাক, কাল ও গলা বিশেষজ্ঞ, মোবাইল- ০১৬৮৬-৬০১৯৭১, সময় রাত ৭.৩০-৮টা।
>> ডা. হাদিউজ্জামান, দন্ত বিশেষজ্ঞ, মোবাইল- ০১৮১৭-১০০৯১৪, সময় সকাল ১১-১২টা।
>> ডা. মাহমুদুর রহমান দুলাল, জেনারেল ফিজিশিয়ান, মোবাইল- ০১৭১৭-৭৬১৬৫০, সময় বিকাল ৪-৫টা।
>> ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ, জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিকস স্পেশালিস্ট, মোবাইল- ০১৬৭৪-৮৫৫৩১৯, সময় রাত ৯-১০টা।
>> ডা. গাজী আবুল বারাকাত, জেনারেল ফিজিসিয়ান, মোবাইল- ০১৯১২-২৫২৭৮৮, সময় রাত ১০-১০.৩০টা।
>> ডা. সাখাওয়াত হোসেন, ডেন্টাল সার্জন, মোবাইল- ০১৭১১-৯৪০১৮৫, সময় দুপুর ১১-১টা।
>> ডা. আব্দুল্লা আল নাহিদ, জেনারেল ফিজিশিয়ান, মোবাইল- ০১৭১১-৪৮৯৩০৪, সময় দুপুর ১২-২টা।
>> ডা. সৈয়দ সাজ্জাদ হোসেন, ডায়াবেটিকস বিশেষজ্ঞ, মোবাইল- ০১৯১২-৯২১৫৯৬, সময় রাত ১০-১১টা।
>> ডা. নাবিল জুনায়েদ সিডনী, অর্থপেডিকস বিশেষজ্ঞ, মোবাইল- ০১৬৭৪-৪২৯৯০, সময় রাত ৭-৮টা।
>> ডা. একরামুল হক, জেনারেল ফিজিসিয়ান, মোবাইল- ০১৯২৪-৮১৬৭৪৫, সময় রাত ১১-১২টা।
>> ডা. হাফিজুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭৫৫-৫৬৮২৮৭, সময় রাত ৭-৮টা।
>> ডা. এম শাহরিয়ার রনি, ফিজিও থেরাপিস্ট, মোবাইল- ০১৭৭৪-৯২২৯৪৪, সময় বিকাল ৪-৫টা।
>> ডা. শাব্বির আলম, জেনারেল ফিজিশিয়ান, মোবাইল- ০১৯৭১-০৩০৯১১, সময় বিকাল ৩-৪টা।
>> ডা. মো. আনিসুজ্জামান, জেনারেল ফিজিশিয়ান, মোবাইল- ০১৭১১-৫৭১১২২, সময় বিকাল ৪-৫টা।
>> মো. কাউছারুল আলম, ফিজিওথেরাপি স্পেশালিস্ট, মোবাইল- ০১৭৭৫-১০৬১০৬, সময় সকাল ৯-১০টা।
>> ডা. নিলুফা আক্তার জিনিয়া, ডেন্টাল সার্জন, মোবাইল- ০১৯১৪-৩৬২১৩৭, সময় বিকাল ৪-৫টা।
>> ডা. মোর্শেদা ইয়াসমিন, ফিজিওথেরাপিস্ট, মোবাইল- ০১৭৬২-৪৫২৬৭২, সময় বিকাল ৩-৪টা।
>> ডা. জুবায়দা খাতুন, গাইনি বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭১৭-০৬২৪৬২, সময় বিকাল ৫-৬টা।
>> ডা. রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ, মোবাইল, ০১৮৭২-৫৪৫৮৮১, সময় বিকাল ৫-৬টা।
২৭. ডা. সালমা ইসলাম, শিশু বিশেষজ্ঞ, মোবাইল- ০১৭৬০-৪২৮৯৬১, সময়- রাত ৮:৩০-৯টা।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই কমিটির দায়িত্ব পালন করছেন দলটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।
এইউএ/এফআর/পিআর