ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাতি মহাদুর্যোগে, দ্রুত ব্যবস্থা নিন : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস বিষয়ে সরকারের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে এবং আক্রান্তদের চিকিৎসা নিয়ে সরকারি চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। একজন কর্তব্যরত চিকিৎসকের মৃত্যুতে করোনা ব্যবস্থাপনার নৈরাজ্য প্রকাশিত হয়েছে। জাতি এখন মহাদুর্যোগে এ জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়জী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে আ স ম রব বলেন, ‘জাতি আজ মহাদুর্যোগে। এ দুর্যোগ মোকাবিলায় সরকারের চরম অব্যবস্থাপনা জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এ মহাদুর্যোগ ব্যবস্থাপনায় সকল মত ও পথ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কালক্ষেপণ না করে অবিলম্বে করোনা আক্রান্তদের চিকিৎসা এবং করোনার ব্যাপক বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘এটা মূলত স্বাস্থ্য তথা জনস্বাস্থ্য সম্পর্কিত বিষয়, এর যথাযথ ব্যবস্থাপনায় তাই জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে চিকিৎসা সেবায় নিয়োজিত জনশক্তির সকল পেশাজীবী সংগঠন ও ব্যক্তিত্ব সমন্বয়ে জাতীয় পর্যায়ে ‘করোনা ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা আশু প্রয়োজন। এতে দেশের বাইরে অবস্থানকারী বাংলাদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এই কমিটির পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর ব্যবস্থা গ্রহণ করবে। আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে অনুরূপ কমিটি গঠন করতে হবে।’

এইউএ/এফআর/পিআর