চিকিৎসকদের বরখাস্তের সুপারিশকারী ড্যাবের কেউ নয়
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয়জন চিকিৎসককে সাময়িক বরখাস্তের সুপারিশকারী তত্ত্বাবধায়ক ডা. মো. সেহাব উদ্দিন আহমেদকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য হিসেবে উল্লেখ করে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে তারা দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ‘ডা. মো. সেহাব উদ্দিন আহমেদ ড্যাবের কোনো পর্যায়েরই সদস্য নন। ড্যাব চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন, চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবি, অধিকার নিয়ে কাজ করছে এবং দেশের যেকোনো দুর্যোগে জনগণের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে আত্মনিয়োগ করেছে।’
বর্তমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরু থেকেই ড্যাব চিকিৎসকদের নিয়ে কাজ করছে এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদানসহ ন্যায়সঙ্গত দাবি পূরণে বিভিন্ন মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছে।
ড্যাব নিজ উদ্যোগে বাংলাদেশের সবকটি বেসরকারি মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসকসহ অন্যান্য স্টাফদের পর্যায়ক্রমিকভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই, গ্লাভস, মাস্ক, গগলস) প্রদান করছে।
গত ১১ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয়জন চিকিৎসককে সাময়িক বরখাস্তের পর পেশাজীবী সংগঠন হিসেবে ডক্টরস ড্যাব সর্বপ্রথম এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং ভুক্তভোগী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এমন দায়িত্বহীন মন্তব্য অনভিপ্রেত। চ্যানেল কর্তৃপক্ষের ড্যাবের কোনো পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা না বলে এমন স্পর্শকাতর সংবাদ পরিবেশন করা গণমাধ্যম আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা মনে করেন।
এমতাবস্থায় অনতিবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার করার জোর দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ড্যাব।
কেএইচ/এফআর/জেআইএম