ত্রাণ বিতরণে ভয়ংকর চুরি হাহাকারে পরিণত হবে
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর ত্রাণে ভয়ংকর চুরি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শুক্রবার (১০ এপ্রিল) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি ও ভয়ংকর চুরি নিরন্ন মানুষের হাহাকারে পরিণত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে হতদরিদ্রদের খাদ্য সংকট সৃষ্টি হবে।’
নেতারা আরও বলেন, ‘ত্রাণ বিতরণে সরকারি দলের সম্পৃক্ততায় যে বেহাল অবস্থা তা ইতিমধ্যে দেশবাসী প্রত্যক্ষ করছে। ত্রাণ বিতরণে প্রশাসনের সঙ্গে পেশাজীবীদের নিয়ে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে এবং করোনাভাইরাস সংক্রমণ বিস্তাররোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
এইউএ/এফআর/পিআর