শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বিএনপি
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলে নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি। আগামীকাল শুক্রবার বেলা ১১টা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন সম্পর্কে বলেছেন, দেশে সময় মতোই নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার চাইলে আগাম নির্বাচন দিতে পারে। তবে ২০১৯ সালেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হয়েছে। নির্বাচনে বিএনপিকে আনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু তারা নির্বাচনে অংশ তো নেয়নি বরং নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা