‘বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে’
আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন, শ্রমজীবী দুস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জাতির এই বিপদের মুহূর্তে দল মত নির্বিশেষে দুস্থদের প্রতি সহায়তায় হাত বাড়াতে হবে।’
বুধবার (১ এপ্রিল) গাজীপুরের কালীগঞ্জের সিয়াম এগ্রোফুড লিমিটেডের সৌজন্যে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিয়াম এগ্রোফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সিয়াম এগ্রোফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল খান বলেন, ‘আমরা আজ থেকে ত্রাণ বিতরণ শুরু করলাম। আগামী শনিবার আরও ৫০০ দুস্থ কর্মহীন শ্রমজীবী মানুষকে ত্রাণ সহায়তা দেব। এভাবে পর্যায়ক্রমে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
এমইউ/এফআর/এমকেএইচ