ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন : চুপ জাপার মন্ত্রীরা

প্রকাশিত: ০১:১৪ পিএম, ১২ অক্টোবর ২০১৫

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার বিভাগের সব নির্বাচন আয়োজনের আইন চূড়ান্ত করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত ৫টি আইন চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্র বলছে, মন্ত্রীসভার বেশির ভাগ সদস্য নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এ ব্যাপারে মন্ত্রীসভায় মুখ খুলেননি একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টি।

বৈঠকের একটি সূত্র বলছে, বিষয়টি নিয়ে জাতীয় পার্টির মন্ত্রীরা (তিন জন) কোনো মন্তব্য বা আলোচনা করেননি। কারণ তাদের কাছে দলীয় মনোভাব স্পষ্ট ছিলো না।

জানতে চাইলে জাতীয় পার্টির মন্ত্রীসভার এক সদস্য বলেন, আমরা কোনো কথা বলিনি। কারণ বিষয়টি সম্পর্কে আমাদের দলের অবস্থান কী জানি না।

এসএ/এসকেডি/পিআর