ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আহত ছাত্রদল নেতাকে দেখতে ঢামেকে জাতীয়তাবাদী আইনজীবীরা

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ অক্টোবর ২০১৫

গত ৮ অক্টোবর রমনায় পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

সোমবার বিকেলে খন্দকার মাহবুব হোসেনের নের্তৃত্বে ৮ থেকে ১০ জনের একটি আইনজীবী দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এসময় তারা আহত রবিউলের বাবা ও মাকে সান্ত্বনা দেন।

পরে সাংবাদিকদের খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা শুনেছি পুলিশ রবিউলকে খাবারের হোটেলের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি চালায়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বহিনীর দায়িত্ব জনসাধারণের জানমাল রক্ষা করা। কিন্তু তা না করে ক্ষমতার অপব্যবহার করছে তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি প্রমাণিত হয় পুলিশ ইচ্ছে করে গুলি চালিয়েছে তাহলে এর বিচার হবে। আজ হোক কাল হোক হবে।

কি কারণে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। দোষী হলে আইন আছে। আদালত আছে। নিয়ম আছে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দের । তা এখনো করা হয়নি।

জেইউ/এসকেডি/পিআর