ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মেননের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৪ মার্চ ২০২০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাশেদ খান মেননের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণের ১৩ নং ওয়ার্ডের শান্তিনগর বাজার ও বিভিন্ন এলাকায় তিনি এগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনোরুল ইসলাম টিপু এবং আওয়ামী লীগের পল্টন থানার সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এনামুল হক আবুলসহ অন্যান্য নেতা।

বাংলাদেশ যুবমৈত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর কর্মীরা এই হ্যান্ড স্যানিটাজার তৈরি করেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এফএইচএস/এমএসএইচ/এমএস