অবাধ ও নিরপেক্ষ ভোট নিয়ে আশাবাদী জাতীয় পার্টি
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজি মো. শাহজাহান বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভোটারদের অনূকূলে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে অবাধ ও নিরপেক্ষ ভোট নিয়ে আমরা আশাবাদী। এলাকার জনগণ ব্যাপক উৎসাহ যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন। ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন তাহলে এ উপনির্বাচনে লাঙ্গল মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী ঢাকা-১০ নির্বাচনী এলাকার জিগাতলা, কলাবাগান, কাঠাল বাগান, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ভুতের গলি, গ্রিনরোড ও হাতিরপুলে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
প্রচারণাকালে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিলে অংশ নেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি কয়েকটি পথসভায়ও বক্তব্য রাখেন।
তিনি বলেন, লাঙ্গলে ভোট দিলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকে। জাতীয় পার্টি রাজনীতিতে সবসময় সহাবস্থানে বিশ্বাস করে। জাতীয় পার্টির কোনো নেতাকর্মী সন্ত্রাস বা দুর্নীতিতে জড়িত নয়।
ভোটারদের উদ্দেশ্যে শাহজাহান বলেন, আমাকে একবার সেবা করার সুযোগ করে দিন। আমি সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি এ এলাকার সন্তান। নির্বাচিত হলে আপনাদের সকলকে নিয়ে এ এলাকার সন্ত্রাস নির্মূল করবো এবং এলাকার উন্নয়নে ওয়ার্ড পর্যায়ে সর্বদলীয় উন্নয়ন কমিটি করবো।
এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা এমএ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, হাজি সাব্বির, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, শওকত হোসেন, দুর্জয় ফরাজী, আব্দুল মালেক, আবুল হোসেন এবং হাজি শাহজাহানের ছেলে সাজ্জাদ চৌধুরী শিহাবসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইউএ/এএইচ/এমএস