ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনা সচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতায় ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় রাজধানীর বাড্ডা থানার লুৎফুন টাওয়ার মার্কেট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। সোমবার বাড্ডার আলম মার্কেটসহ পার্শবর্তী এলাকাসমূহের চলমান মানুষ ও বিভিন্ন পেশার লোকের মাঝে এসব বিতরণ করেন।

সংগঠনটি দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোনায়েম মুন্না, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আজিজুল হক সংগ্রাম, যুগ্ম সম্পাদক বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম