ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৪ মার্চ ২০২০

চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান সূত্র জানায়, বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত রয়েছেন।

জানা গেছে, বৈঠকে করোনা প্রাদুর্ভাবের বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ ও সার্বিক বিষয়ে নেতারা গভীর পর্যালোচনা করবেন।

কেএইচ/বিএ/এমএস