ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

করোনা : মানুষকে সচেতন করে তোলাও মুজিববর্ষের একটি অংশ

ফজলুল হক শাওন | প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৪ মার্চ ২০২০

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি আপাতত স্থগিত। মুজিববর্ষের কর্মসূচিও কাটছাঁট করা হয়েছে। যেহেতু বড় কোনো জমায়েত করা যাবে না সেহেতু মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, লিফলেট বিতরণ, করোনা সম্পর্কে মানুষের করণীয় কী সে বিষয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাঠে থেকে জনগণকে সচেতন করবে। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় মানুষকে সচেতন করা এবং মানুষের জন্য কাজ করাটাও মুজিববর্ষ পালনের একটি অংশ।

দলীয় সূত্র জানায়, মার্চব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ধুমধাম করে পালন করার কথা। কিন্ত করোনার কারণে আওয়ামী লীগ দলীয় সব কর্মসূচি স্থগিত করেছে। বিভিন্ন জেলা উপজেলায় যে সাংগঠনিক কর্মসূচি ছিল তাও স্থগিত করা হয়েছে। যেমন, এ মাসে নাটোর জেলায় সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু এপ্রিল পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। করোনার প্রকোপ কমে গেলে মে মাসে নাটোরসহ অন্যান্য জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সাংগঠনিক অন্যান্য কমসূচিও হাতে নেয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং জনগণকে সতর্ক করাও একটা কর্মসূচি। করোনার কারণে যেহেতু বড় জমায়েত করা যাবে না সে কারণে মুজিববর্ষের কর্মসূচি কাটছাঁট করা হয়েছে, কতগুলো স্থগিত করা হয়েছে। যেহেতু সারা বছর সময় আছে সেহেতু এ কর্মসূচিও পালন করা যাবে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে সারাদেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক লিফলেট তুলে দেন ওবায়দুল কাদের। সারাদেশেই আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করবেন।

jagonews24

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মার্চে মুজিববর্ষের নানা প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। এ ছাড়া এপ্রিলে পবিত্র রমজান শুরু হবে। সে কারণে এই দুই মাসে কোন জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে না । পৃথিবীর সমস্ত উন্নত দেশে আজ করোনা নিয়ে একটা আতঙ্ক চলছে। আমাদের দেশেও আতঙ্ক থেকে মুক্ত নয়, জনগণকে সচেতন এবং সতর্ক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। অতীতেও যে কোনো দুর্যোগের সময় আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক এক প্রশ্নের জবাবে জাগো নিউজকে বলেন, যেহেতু করোনার কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে সে কারণে এখন করোনা সম্পর্কে জনগণকে সচেতন করা, লিফলেট বিতরণ, জনগণের জন্য কাজ করাই হবে মুজিববর্ষের কর্মসূচি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। কোনো দুর্যোগের সময়ই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারেনি, এবারও পারবে না।

এফএইচএস/জেএইচ/এমকেএইচ