ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এরশাদকে অপসারণ না করলে শহীদদের আত্মা কষ্ট পাবে

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বিএনপির মূখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় জেহাদ শহীদ হন। কিন্তু এখন সেই এরশাদকে প্রধানমন্ত্রী তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে আসলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তাকে সরিয়ে না দিলে শহীদদের আত্মা কষ্ট পাবে।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিভিন্ন রাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েকটি রাষ্ট্র দেশ ভ্রমণে  সতর্কতা জারি করেছে। অধিক নিরাপত্তার প্রশ্নে দেশের পর্যটন মেলা স্থগিত হয়ে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত বিদেশিরা কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান নিয়েছেন। বিদেশিরা এখানে তাদের নাগরিকদের চলাচলের প্রশ্নে অধিক সতর্কতা জারি করেছেন। এসব বিষয় জাতি হিসেবে আমাদের যেমন ভাবিয়ে তোলে, উদ্বিগ্নও করে। দেশের মানুষের ধর্মসহনশীলতার চিরায়ত ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হওয়ার পথে, এই বিষয়টি নিয়ে আমরা আরও বেশি উদ্বিগ্ন।

রিপন বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্রসমূহকে বলতে চাই-বাংলাদেশের সব ধর্মের মানুষ ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ নন। তারা কোনোমতেই কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন না বরং ঘৃণা করে। এমনি পরধর্মসহিঞ্চু একটি রাষ্ট্রে বিদেশিসহ সব মানুষ নিরাপদ বোধ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।

হত্যার ঘটনায় বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দেয়া এবং দলের নেতাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিষয়টির এখনো তদন্ত চলছে এমন সময় সরকারের নানা পর্যায় থেকে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বিরোধী দলের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং বিরোধী দলের ওপর নতুন করে নির্যাতনের পন্থা হিসেবে বিএনপি ও অন্যান্য বিরোধী দলসমূহের প্রতি দুরভিসন্ধিমূলক অভিযোগ আনছেন, অনেককে ইতিমধ্যে গ্রেফতারও করেছেন। আমরা এর তীব্র নিন্দা  ও সরকারের অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখান করি।

উদ্ভুত সব চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে এমনটা জানিয়ে রিপন বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে আমরা এখনও আগের অবস্থানেই আছি। আমরা মনে করি জাতীয় স্বার্থে জাতীয় সংকটে সব ভেদাভেদ ভুলে একযোগে দেশের স্বার্থে কাজ করা জরুরি। আমরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়ার রাজনীতি করি না।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করেন রিপন। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনুর এসব তৎপরতার উদ্দেশ্য খুবই রহস্যজনক এবং বর্তমান সংকট থেকে উত্তরণেরও তিনি প্রতিবন্ধক। এই তথ্যমন্ত্রীর দায়িত্বকালে বাংলাদেশের গণমাধ্যমকে তিনি গলাটিপে ধরতে সবসময় সচেষ্ট রয়েছেন।

এমএম/এএইচ/আরআইপি