ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে করোনা আগেই এসেছে, সরকার গোপন রেখেছিল : মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১২ মার্চ ২০২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য এটি গোপন রেখেছিল। এ রোগটি বিশ্বে আজ মহামারি আকার ধারণ করেছে। অথচ সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। করোনাভাইরাসের মতো তারাও গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে গণসংযোগের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল কিংবা প্রচার-প্রচারণা চালায়নি। আমরা জনগণকে সচেতন করছি। তাদের সঙ্গে নিয়ে এ ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখব।’

নিজ দলের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রবি ধানের শীষের প্রার্থী। দেশমাতা খালেদা জিয়ার মনোনীত প্রার্থী। ঢাকা-১০ আসনের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা তাকে ভোট দেবেন। ভোট দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বুঝিয়ে দেবেন আপনারা তাদের সঙ্গে নেই।’

এ সময় বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নেতা নবী উল্লাহ নবী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএইচ/এফআর/জেআইএম