ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অশান্ত পরিবেশে বিএনপি কোনো সুবিধা নিতে চায় না

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে অশান্ত পরিবেশ বিরাজ করবে। যেমনটি স্বৈরশাসক এরশাদের সময়ে বিরাজ করছিল। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঐতিহাসিক জিহাদ দিবসের আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, অশান্ত পরিবেশে বিএনপি কোনো সুবিধা নিতে চায় না। ইতিমধ্যে বিদেশি অনেক শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের মালিকরা দেশে আসতে অনীহা প্রকাশ করেছেন। যার প্রভার দেশের ব্যবসা বাণিজ্যে পড়তে শুরু করেছে।
সরকার ক্রমেই গণবিরোধী হয়ে উঠছে এমন মন্তব্য করে তিনি বলেন, এরা আইনকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করছে। এভাবে চলতে থাকলে দেশ কখনও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে না।

দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি ও জামায়ত জড়িত- জয়ের এমন বক্তব্যকে হাস্যকর ও অবিশ্বাস্য ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন তিনি।

দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশে নেই মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান যে গণতন্ত্র চলছে সেটাকে কোনোভাবে গণতন্ত্র বলা যায় না। জনগণের জীবনযাপনের কোনো নিশ্চয়তা নেই। স্বৈরশাসক এরশাদের সময়েও এমন অনিশ্চয়তা ছিল না।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাগপার সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।

এমএম/এএইচ/আরআইপি