ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘আ.লীগ-বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়ে ওয়াদার কথা ভুলে যান’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১০ মার্চ ২০২০

ঢাকা ১০ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, ‘জনগণ বারবার আওয়ামী লীগ ও বিএনপিকে নির্বাচিত করলেও দেশবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ভোটের সময় তারা যে ওয়াদা করেন তা নির্বাচিত হওয়ার পর ভুলে যান।’

মঙ্গলবার দিনব্যাপী কলাবাগান, এলিফ্যান্ট রোড, কাটাবন ও মিরপুর রোডে লাঙ্গলে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি দুটি পথসভায় বক্তব্য দেন। একটি সভায় ভোটারদের উদ্দেশে তিনি ওসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ‘রাষ্ট্র ও সমাজের উন্নয়নের কথা বলে ক্ষমতায় এসে তারা (আ.লীগ-বিএনপির প্রার্থী) নিজেদের উন্নয়ন করে। তাই ভোটাররা সঠিক মানুষ ও দলকে ক্ষমতায় এনে রাজনীতিতে পরিবর্তন ঘটাতে চায়। আর জনগণ যদি নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারেন তাহলে ঢাকা ১০ আসনে উপ-নির্বাচনে লাঙ্গল মার্কা জয়ী হবে, ইনশাআল্লাহ।’

গণসংযোগে তার সঙ্গে জাতীয় পার্টির শিল্পবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, মহানগর নেতা এম এ সাঈদ, ইস্কান্দার মোল্লা, শাহ আলম দেওয়ান, অপু সিকদার, জাকির হোসেন মল্লিক, শওকত হোসেন, কামরুল ইসলাম নোমানীসহ জাপার স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এইউএ/জেডএ/জেআইএম