ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠক বাতিল করেছে ভারতীয় হাইকমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৪ মার্চ ২০২০

বিএনপির সঙ্গে পূর্ব-নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছে ভারতীয় হাইকমিশন। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বৈঠকটি বাতিল করা হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। তবে সভা বাতিলের কারণ জানা যায়নি।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার অংশ নেয়ার কথা ছিল। তবে ভারতীয় হাইকমিশন সকাল ৭টায় বৈঠক বাতিল করে বিএনপিকে জানায়।

এদিকে সন্ধ্যায় গুঞ্জন ছড়ায়, ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা জাগো নিউজকে বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের খবর জানা নেই। এগুলো পররাষ্ট্র উইং নিয়ে যারা কাজ করছেন তারা বলতে পারবেন।

তবে বিএনপির পররাষ্ট্র উইং সদস্য দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেন, ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে তাদের বৈঠক হয়নি।

কেএইচ/এসআর/এমএস