ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নীতিগত সমর্থন করে বিএনপি

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৯ অক্টোবর ২০১৫

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নীতিগতভাবে সমর্থন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে, তা নিরপক্ষতা এবং গ্রহণযোগ্যতা হারাবে বলেও মনে করে দলটি।

শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আগামীতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে বলে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার প্রতিক্রিয়ায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

আসাদুজ্জামান রিপন বলেন, উন্নত বিশ্বে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হয়ে থাকে, যা অনেকটাই জাতীয় নির্বাচনের আদলে চলে। সুতরাং দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নীতিগতভাবে সমর্থন না করার কোনো কারণ নেই। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ বিষয় নিয়ে সংশয়, প্রশ্ন সর্বত্রই।

সম্প্রতি স্থানীয় নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নির্দলীয় নির্বাচন হওয়ার পরেও শাসক দল স্থানীয় নির্বাচনে যে নগ্নতার পরিচয় দিয়েছে, তাতে এই নির্বাচন ইতোমধ্যেই জনআস্থা হারিয়েছে। এমন পরিস্থিতিতে দলীয়ভাবে অনুষ্ঠিত হলে এই নির্বাচনের প্রতি মানুষের অবশিষ্ট আস্থাটুকুও থাকবে না।

জাতীয় নির্বাচনের দাবি আড়াল করতেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সর্বমহল থেকে জাতীয় নির্বাচনের চাপ রয়েছে। এটি গণ দাবি। অথচ সরকার সেই দাবি উপেক্ষা করে কম গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। এটি জাতীয় দাবিকে আড়াল করার সরকারের অপকৌশল মাত্র।

বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি করে রিপন বলেন, এই নির্বাচন কমিশন দেশের গণতন্ত্র, ভোটের ঐতিহ্যকে ধ্বংস করেছে। কমিশন শুরু থেকেই নিরপেক্ষতা হারিয়েছে। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনই জাতি বিশ্বাসযোগ্য মনে করবে না।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া , সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমূখ।

এএসএস/এসকেডি/পিআর