ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নিজামীর রায়ে আওয়ামী লীগ সন্তোষ

প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৯ অক্টোবর ২০১৪

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রায় ঘোষনার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ সন্তোষ প্রকাশ করেন।

হানিফ বলেন, মতিউর রহমান নিজামীর রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। আশা করি অন্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তি হবে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বুধবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নিজামীর রায় ঘোষণার পর দলটির প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, এ রায়ে আরও প্রমাণিত হয়েছে জামায়াত ১৯৭১ সালে যুদ্ধাপরাধ করেছে রাজনৈতিক সিদ্ধান্তে। এ জন্য জামায়াতে ইসলামীও যুদ্ধাপরাধে অভিযুক্ত। আশা করি, দলটির বিষয়েও আদালত সঠিক সিদ্ধান্ত নিবে।

জামায়াতে হরতালের বিষয়ে হানিফ বলেন, খালেদা জিয়া জামায়াতের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাটোরের বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করেছেন। এ কর্মসূচির তারিখ পরিবর্তন প্রমাণ করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদেরও নেত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।