ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে অসহনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসনের কোন উদ্যোগ না নিয়ে সরকার দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। দুই বিদেশি নাগরিক হত্যায় সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে। তিনি বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান অবস্থা নিরসনে গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির আহ্বান জানানো হলেও দূর্ভাগ্যজনকভাবে সরকার এতে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রের সকল পথকে রুদ্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ইতালি ও জাপানি নাগরিকের নৃশংস, ঘৃন্য খুনের পরপরই সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না করেই বিরোধী দলকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য অপপ্রচার শুরু করেছে। এলক্ষে সরকার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা করছে।

ফখরুল বলেন,  ইতিমধ্যে সরকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে। এছাড়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক লাকু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লব এবং বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনও সুষ্ঠু তদন্ত ব্যতীতই সরকার বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা বলেন,  অসংখ্য মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অত্যন্ত অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। এটা নির্যাতন ছাড়া কিছু নয়। আমরা অবিলম্বে তার সুষ্ঠু চিকিৎসা এবং মুক্তির  দাবি  জানাচ্ছি।

এমএম/জেডএইচ/আরআইপি