যাদের জন্য পুরস্কার তাদেরই খোঁজ রাখেন না প্রধানমন্ত্রী
যাদের শ্রমের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের দুটি পুরস্কার লাভ করেছেন সেই শ্রমিকদেরই তিনি খোঁজ রাখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচতে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের পুরস্কার নিচ্ছেন। কিন্তু যে শ্রমিকদের জন্য দেশ উন্নয়ন হচ্ছে সেই শ্রমিকদেরই কোন খোঁজ রাখছে না তিনি।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে শ্রমিকদের অস্থায়ী ও নিরাপত্তাহীনভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে শ্রমিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা। কিন্তু দেশের প্রতিটি শ্রমিক প্রতিষ্ঠানের মালিক পক্ষ শ্রমিকদের দিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করাচ্ছেন। কিন্তু এর জন্য মালিক পক্ষের কোন বিচার হচ্ছে না।
অতিরিক্ত কাজ করার জন্য দেশের সকল মালিকদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব বাবলু আখতার, ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, কুতুবউদ্দীন আহম্মেদ, রুহুল আমিন ,শামিমা নাসরিন প্রমুখ।
এমএম/আরএস/এমএস