হাসপাতালে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ওবায়দুল কাদের যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের অসুবিধা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। উনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে উনাকে বিদেশে পাঠানো হবে। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
এর আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় কার্যালয়ে যান। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন তাকে হাসপাতালে নেয়া হয়।
এফএইচএস/এনএফ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ২ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৩ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’
- ৪ ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের
- ৫ খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়