ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকার চাইলে ইভিএমেও সুষ্ঠু ভোট অনুষ্ঠান সম্ভব : মিলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, 'সরকার চাইলে ব্যালটের মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু ভোট অনুষ্ঠান সম্ভব। এবার আর আগের রাতে ভোট হবে না। নির্বাচনে আগের রাতে ভোট না হলে দক্ষিণ সিটিতে লাঙ্গল প্রতীক জয়ী হবে।'

সোমবার (২৭ জানুয়ারি) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ভোটাররা এখন আর ভোট দিতে আগ্রহী নয়, তাই ইমেজ রক্ষার্থেও সরকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করবে। সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারে না।'

এ সময় তিনি ১৭ দফা উন্নয়ন পরিকল্পনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাইফুদ্দিন আহমেদ মিলন আরও বলেন, 'গেল সিটি করপোরেশন নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে, তাই জনমত যাচাইয়ের কোনো সুযোগই ছিল না। এবার সুষ্ঠু নির্বাচন হবে এবং ত্রিমুখী লড়াই হবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টামণ্ডলীর সদস্য জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, মোবারক হোসেন আজাদ, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা ইসহাক ভুইয়া, ফকরুল আহসান শাহজাদা, মোস্তফা কামাল, শারমিন পারভীন লিজা, একেএম আশরাফুজ্জামান খান, মিজানুর রহমান মিরু প্রমুখ।

এইউএ/এফআর/পিআর