ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মনসুর আলীর মৃত্যুতে ফখরুলের শোক

প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ অক্টোবর ২০১৫

চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মিয়া মো. মনসুর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মনসুর আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শোকবাণীতে ফখরুল বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে  খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে মনসুর আলী চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন।

এছাড়া গণতান্ত্রিক প্রত্যেকটি আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকার কথা চুয়াডাঙ্গাবাসী কোনো দিন ভুলবে না। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। চুয়াডাঙ্গাবাসীর ন্যায় আমিও তার মৃত্যুতে গভীরভাবে ব্যাথিত ও মর্মাহত।

অপর এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদুও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএম/জেডএইচ/একে/আরআইপি