ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে চতুর্থ দিনের প্রচারণায় নামবেন তাবিথ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে চতুর্থ দিনের (সোমবার) নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ডিএনসিসির নির্বাচনে বিএনপির গণসংযোগ উপকমিটির সদস্য ওমর ফারুক শাফিন এ তথ্য জানিয়েছেন।

শাফিন জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তাবিথ আউয়াল। এরপর ১১টায় কলমি লতা সুপার মার্কেটের উত্তর পাশের রাস্তা দিয়ে তেজকুনিপাড়া, ভাওয়ালবাগ, খেলার মাঠ, রেলওয়ে মার্কেট, গির্জার উত্তর পাশ দিয়ে স্টেশন রোড, বিজ্ঞান কলেজ, পূর্ব তেজতুরী বাজার, কারওয়ানবাজার রেললাইন পর্যন্ত ২৬ নং ওয়ার্ডে গণসংযোগ করবেন।

এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ করবেন তাবিথ আউয়াল। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডিএনসিসির ২৫ নং ওয়ার্ডের পূর্ব নাখালপাড়ার রেল গেট, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, আরজতপাড়া লিচুবাগান এলাকায় গণসংযোগ করবেন বিএনপির মনোনীত এ মেয়র পার্থী।

এদিকে প্রথম দুইদিন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করলেও তৃতীয় দিন রোববার তাবিথের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

কেএইচ/আরএস/এমএস