ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মনে কষ্ট নিয়ে আ.লীগ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার!

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের অনেক কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও তাদের মনে অনেক কষ্ট। অনেকের চোখ দিয়ে পানি পড়তেও দেখা গেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ (বৃহস্পতিবার) ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ দৃশ্য দেখা যায়। তবে সেই কষ্ট বা কান্না লুকিয়ে অনেকেই বলেছেন, দলের সিদ্ধান্তে প্রত্যাহার করেছেন তারা।

এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, কাউন্সিলর পদে দুপুর ১টা পর্যন্ত ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেল ৫টার পর বিস্তারিত জানাতে পারব।

ঢাকা উত্তরের ২৩ নম্বর ওয়ার্ড থেকে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহারের পর আওয়ামী লীগ প্রার্থী মোস্তিক আহমেদ সাংবাদিকদের বলেন, কষ্ট তো একটু লাগছেই। কিন্তু কী করব! দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

এই ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যাহার করা আরেক প্রার্থী নুরুল ইসলাম মাসুদ বলেন, কোনো চাপ নয়, দলের প্রার্থীকে জয়ী করতে মনোনয়ন প্রত্যাহার।

AL-2

৪৭ নম্বর ওয়ার্ড থেকে মননোনয়ন প্রত্যাহার করা এসএম মাহবুব আলম বলেন, দলের সিদ্ধান্তে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য মনোনয়ন প্রত্যাহার করেছি।

তবে শারীরিক ও পারিবারিক সমস্যা থাকার কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ৫৪ নম্বর থেকে মনোনয়নপত্র তোলা হাজি মুজিবুর রহমান।

দুই সিটির মেয়র পদে দলীয় প্রতীকে এবং বাকি পদে নির্দলীয় ভোট হলেও আওয়ামী লীগ ও বিএনপি কাউন্সিলর পদে দলীয় সমর্থন দিয়েছে। দুই সিটির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে শুক্রবার। ভোট হবে ৩০ জানুয়ারি।

এইচএস/জেডএ/এমকেএইচ