মনসুর আলীর মৃত্যুতে খালেদার শোক
চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাবেক এমপি মিয়া মো. মনসুর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার মাহফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম মিয়া মো. মনসুর আলী ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অকুতোভয় সৈনিক ও কিংবদন্তি রাজনীতিবিদ। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের স্বপক্ষে এক আপোষহীন সংগ্রামী নেতা।
তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে তার অবদান অনস্বীকার্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ন্যায়নীতি, আদর্শ ও জনগণের প্রতি অঙ্গিকারে অবিচল থেকেছেন তিনি।
প্রসঙ্গত, ৮৬ বছর বয়সে শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মনসুর আলী।
এমএম/বিএ