লন্ডন ফিরে গেলেন খালেদার পুত্রবধূ শর্মিলা সিঁথি
ফাইল ছবি
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
গত ২৬ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তিনি।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির জানান, আজ বেলা ১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি তার সন্তানকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করেছেন। লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গতকাল দেখা করেছেন। আজ লন্ডনে ফিরে যাচ্ছেন।
প্রসঙ্গত, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাইরে বের হওয়ার সময় শর্মিলা সিঁথি এবং তার সন্তানকে অঝোরে কাঁদতে দেখা গেছে ।
কেএইচ/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের
- ২ খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক রহমান
- ৩ খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ
- ৪ ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন মঙ্গলবার
- ৫ ৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা